This is the test feature
Far far away, behind the word mountains, far from the countries Vokalia.
Far far away, behind the word mountains, far from the countries Vokalia.
Far far away, behind the word mountains, far from the countries Vokalia.
প্রধান শিক্ষকের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ আজ মিরপুর অঞ্চলের কন্যা শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের লক্ষ্য শুধু বইমুখী শিক্ষা নয়; বরং প্রতিটি ছাত্রীকে নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং আধুনিক প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা— আধুনিক বিজ্ঞানাগার উন্নত কম্পিউটার ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি স্বাস্থ্যসম্মত ক্যান্টিন নামাজের ব্যবস্থা মেডিক্যাল রুম ডাক্তারসহ ইনডোর গেমস সুবিধা সৃজনশীলতার জন্য ডিবেট ক্লাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাব এই সকল সুবিধা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে সমানভাবে বিকাশে সহায়তা করে। আমরা বিশ্বাস করি, শিক্ষা তখনই পূর্ণতা পায় যখন তা মানুষকে আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল করে গড়ে তোলে। হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিটি ছাত্রী যেন সুশিক্ষা, শৃঙ্খলা এবং নৈতিকতার আলোয় আলোকিত হয়ে পরিবার, সমাজ ও দেশকে গর্বিত করতে পারে— এটাই আমাদের অঙ্গীকার। আমি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই যাদের অবিরাম সহযোগিতায় এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। আশা করি, আগামীতেও হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষা ও নৈতিকতার এক আলোকবর্তিকা হিসেবে পথ চলা অব্যাহত রাখবে।
— প্রধান শিক্ষক হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়, মিরপুর
Fill the form and we will reply with your needs.
he school is committed to providing a well-rounded education, focusing not only on academics but also on character development.
Altaf Mahmud
TeacherThis school is very nice.
Arif mahmud
Student